আবুধাবির কর্ণেশে (সৈকত) অবস্থিত বিশ্বের সর্বোচ্চ পতাকা-স্তম্ভের দৃশ্যের এটি। কোন টান ছাড়া ১২৩ মিটার তথা ৪০০ ফুট উচ্চতার এই ধাতব খুঁটি একাকীই সটান দাড়িয়ে আছে। কোন সাপোর্ট ছাড়া দাড়িয়ে থাকা স্তম্ভের মধ্যে এটি এখনও বিশ্বসেরা একটি কীর্তি। যাতে লটকে আছে ৪০ মিটার লম্বা ও ২০ মিটার উচ্চতার একটি পতাকা। ২০০১ সালে তৈরি হওয়া এই স্থাপনাটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর এক গুরুত্বপূর্ণ অবদান। এটি তৈরি করেন David J. Chambers নামে এক আমেরিকান প্রকৌশলী। ফলে এটি সারা বিশ্বের অন্যতম স্থাপনা হিসেবে বিবেচিত হয় এবং গ্রীনিজ বুকে অন্তর্ভুক্ত হয়। যদিও পরবর্তীতে এই বিদ্যায় আরো পরিবর্তন সাধন হয় এবং David J. Chambers আরো প্রজেক্ট হাতে নেন। পরবর্তীতে দুবাই, জর্ডান, দক্ষিণ কোরিয়া, আজারবাইজান সহ আরো বহু স্থানে আরো বেশী উচ্চতার পতাকার খুঁটির সৃষ্টি হয়। কিন্তু আবুধাবির এটিই বিশ্বের মধ্যে এ ধরনের প্রথম স্থাপনা। এটিকে কেন্দ্র করেই এই বিদ্যার নতুন দিগন্তের সূচনা হয়।
কাছাকাছি গেলে বিরাটকায় উচ্চতার দরুন এই স্তম্ভের ছবি তোলা যায়না। ক্যমরায় পুরো ছবি ধারণ করা যায় না। আবার সঠিক দূর থেকেও উপযুক্ত স্থান পাওয়া যায়না। ৬ মার্চ, ২০২০ সালের এক ধুলোমাখা বিকেলে, এই স্থাপনার দুই কিলোমিটার দূরের এমন একটি স্থানে দাঁড়াবার সুযোগ হয়, যেখান থেকে পুরো ছবিটি ধারণ করা সম্ভব হয়। মাত্র একটি ক্লিক মারার সুযোগ পাই।
Discussion about this post