কি করবেন ভাবুন
আপনার হাতে টাকা আছে?
বহু মানুষ আসবে বুদ্ধি দিয়ে টাকাটা বাগিয়ে নিতে!
একটি দোকান খুলতে চাচ্ছেন?
চাঁদা বাজির কারণে পিছনে হঠতে হবে!
ব্যবসা প্রতিষ্ঠান গড়তে চাচ্ছেন?
ব্যবসায়ের অর্ধেক শেয়ার ছেড়ে দেবার জন্যে হুমকি আসবে!
শূন্য হাতে রাস্তায় দাঁড়িয়ে সবজি বিক্রি করবেন?
নানা ধরনের বখরা পরিশোধ করেই দাঁড়াতে হবে!
কোন ব্যবসায়ীকে ধার দিয়ে মুনাফা পেতে চাইবেন?
ইহ জনমেও সেই টাকা আর ফেরত পাবার সুযোগ পাবেন না!
ব্যবসা শিখেই তবে টাকা ইনভেষ্ট করবেন?
এত বুদ্ধি ও আইডিয়া পাবেন যে, সিদ্ধান্ত নিতেই গলদঘর্ম হবেন!
পার্টনার-শিপে ব্যবসায়ের কথা ভাবছেন?
আপনাকে কাজে খাটিয়ে অন্যরা লাভের ষোল-আনা নিতে চাইবেন!
টাকা ব্যাংকে রেখে সুদ/মুনাফা তুলে খাবেন?
টাকাটা দড়িবাজ লুটেরা মহাজনের আয়ত্তে চলে যাবে!
টাকা কোন সংস্থায় জমা রাখবেন?
নিজের অজান্তেই টাকাটা হায় হায় কোম্পানীর পকেটে চলে যাবে!
হতাশ হয়ে টাকাগুলো আলমারিতে ঢুকিয়ে রাখবেন?
ছয় মাসের মাথায় টাকার মান ২৫% এবং বছর শেষেই ৫০% হয়ে যাবে!
গোস্বা করে ভিক্ষা করতে রাস্তায় নামার চিন্তা করছেন?
যানজট বেশী এমন মোড়ে ভিক্ষা করার জন্যে ৫০% চাঁদাবাজকে দিতে হবে!
আপনাকে উদ্যোক্তা হতে অনেকেই পরামর্শ দিবে?
নিজেকে আবিষ্কার করবেন একজন শিক্ষিত অকর্মণ্য বেকার হিসেবে!
১২ বছর ইংরেজি পড়েও ইংরেজি বলতে না পারা ব্যক্তিটি ছয় মাসে IELTS, TOFEL পড়ে গড়গড় করে ইংরেজি বলছে! তার মানে বিদ্যা শিক্ষার নামে জীবনে যা অর্জন করা হয়েছে, দেখবেন সেটাও হুদাই অকামে গেছে!
দেশের এমন শিক্ষিত ব্যক্তিরা প্রবাসে এসে রাস্তার ঝাড়ুদার হচ্ছে, চা দোকানের টি-বয় কিংবা গায়ে-গতরে খাটতে হয় এমন কাজের শ্রম দিচ্ছে। ফলে পিতার টাকা গুলোর অনর্থক অপচয় হয়েছে।
ফাইনালী! আমাদের দেশটি কোনদিকে এগিয়ে, সেটা বের করতেই গলদঘর্ম হচ্ছে।
Discussion about this post