গাছ রোপণে শুধু কল্যাণ আর উপকার। গাছ আমাদের দেহে ছায়া দান করে, বিষয়টি তো বেকুবও দেখতে পায়। কিন্তু গাছ আমাদের জীবন যাত্রার প্রতিটি ধাপেই ছায়ার মত কাজ করে এটা বুঝার জন্য গভীর মনোযোগ ও চিন্তাশক্তির প্রয়োজন আছে। গাছ : সদাস্থায়ী কল্যাণের বাহন
মানুষ মাছ-মাংস, বিরিয়ানি খুব পছন্দ করে। বাজারে মাংসের দাম বেশী কিন্তু গাছের সহযোগিতা ব্যতীত সেই মাংস মজাদার করে রান্না করা কষ্টকর! চলুন দেখে নেই শুধুমাত্র মজাদার মাংস রান্না করতেই গাছের কি প্রচ্ছন্ন অবদান থাকে।
১. মাংস, ২. লবণ, ৩. তৈল, ৪. ধনিয়া, ৫. জিরা, ৬. পিয়াজ, ৭. রসুন, ৮. এলাচি, ৯. দারুচিনি, ১০. আদা
মাংসের জন্য লবণ ব্যতীত বাকী সকল উপাদান গাছ থেকেই এসেছে। যদিও মাংস রান্না করতে উপরের সকল জিনিস ব্যবহার না করলেও চলে। তবুও দামী জিনিষ খাওয়ার জন্য দামী মসল্লা ব্যবহার করার ঐতিহ্য আমাদের সমাজ জীবনে আছে। স্বাদের বেশ-কম হলেই বলা হবে, প্রয়োজনীয় মসল্লার অভাবেই এমনটি হয়েছে।
যে গাছ এত উপকারী, সে গাছের যত্ন নেওয়া সবার উচিত। সবাইকে গাছ লাগানোর জন্য উৎসাহ দিতে হবে এবং নিজেরাও অন্তত একটি গাছ রোপণ করার পরিকল্পনা নিতে হবে। সময়টি এখনই।
নিজের হাতে গাছ রোপণ করা অত্যাধিক সওয়াবের কাজ। দুনিয়াতে যার সন্তান নেই কিংবা বখাটেপনায় নষ্ট হয়েছে। তার জন্য একটি গাছ হতে পারে, দোয়া ও পরিত্রাণের মাধ্যম। গাছ আল্লাহর কাছে সদকায়ে জারিয়া তথা “সদাস্থায়ী প্রবহমান দান” হিসেবে গণ্য হতে থাকে।
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
“যে কোন মুসলমান ফলবান গাছ রোপণ করে কিংবা কোন ফসল ফলায় আর তা হতে পাখী কিংবা মানুষ বা চতুষ্পদ জন্তু খায় তবে তা তার পক্ষ হতে সাদাকা বলে গণ্য হবে” বোখারী-২৩২০
মনে রাখতে হবে, গাছ রোপণের দু’টো কল্যাণ,
১. একটি দুনিয়ার জীবনের বৈষয়িক লাভ,
২. অন্যটি আখিরাতের জন্য নৈতিক লাভ,
একসাথে দু’টো লাভের সুযোগ পেতে চাইলে, রোপণ করার সময় উত্তম নিয়ত থাকা বাঞ্ছনীয়। নিয়ত যাতে এমন হয় যে, গাছ : সদাস্থায়ী কল্যাণের বাহন
“আল্লাহ, এই গাছ রোপণ করছি তোমার বান্দাদের সন্তুষ্টির লক্ষ্যে”
কৃপণের হাতে কারো উপকার হয়না কিন্তু গাছ রোপণ তার ব্যতিক্রম! এটাতে তারও সওয়াব হয়। নিজের জমিতে গাছ রোপণ করলে অন্য জন এসে খাওয়ার সুযোগ তো নেই। তবুও পশু-পাখিরা এসে চুরি করবে, সেটাতেও সওয়াব। তদুপরি নিজের অধঃস্থন বংশধরও তো আল্লাহর বান্দা! তারা খেলেও সওয়াব আসবে!
সঠিক নিয়তের কারণে, যতদিন গাছ জীবিত থাকবে, আল্লাহ সওয়াব দিতে থাকবেন। আর সে গাছ যদি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, সেটার অগণিত কল্যাণের তো সীমানা নেই! তা মানুষকে জান্নাত পর্যন্ত পৌছিয়ে দিবে।
Discussion about this post