সন্তানকে বিলাসিতা শিখাতে নেই যেমন শিখানো হয়না যৌনকর্ম। কথাটি শুনে হয়ত তাজ্জব হয়ে প্রশ্ন করবেন, কোন পিতা মাতা কি স্বীয় সন্তানকে যৌনকর্ম শেখায়?
আমিও এই কথার সাথে একমত। পিতা-মাতা সন্তানকে যৌনকর্ম না শিখাইলেও সন্তান এই কাজটি না শিখে থাকেনা। কেননা এই কাজটি মানুষকে শিক্ষা দেবার জন্যে মহাগুরু ইবলিশ ওঁৎপেতে বসে থাকে।
যৌনকর্ম ও বিলাসিতা
কোন মানুষই মানব সন্তানকে এই কাজ শিখিয়ে দেয় না। গুরু ইবলিশ মানব সন্তানকে স্বপ্নে, কল্পনাতে, ধারণার মাধ্যমে যৌনকর্ম শিখিয়ে দেন। পিতা মাতার কোন সহযোগিতা ছাড়াই নিজ সন্তান এই কাজে এমনিতেই তলে তলে দক্ষ হয়ে উঠে।
আরো পড়ুন…
“বিলাসিতা শিক্ষাও যৌনকর্ম শিক্ষার মতই একটি অপ্রাতিষ্ঠানিক কাজ”
সম্পদের ভারে যদি আপনার সিন্দুকের পাটাতন ভেঙ্গে পড়ার দশা হয়, তদুপরি কোন অবস্থাতেই সন্তানকে বিলাসিতা শিখাতে যাবেন না। এটা কখনও কাউকে শিখাতে হয় না। সন্তান যৌনকর্মের মত একদিন বিলাসিতা করার পদ্ধতিও নিজে নিজে শিখে নিবে!
গুরু মহোদয় শয়তানের মগজ হিসফিস করতে থাকে, কখন, কিভাবে, কোন বুদ্ধি খাটিয়ে মানব সন্তানকে বিলাসিতায় ঢুবিয়ে দিতে পারে। এটাই শয়তানের মূল ভাবনা, একমাত্র চিন্তার বিষয়!
সুতরাং অভিভাবক হয়ে, গায়ে পড়ে নিজেই শয়তানের কাজটি অগ্রিম করে দিলে তাতে শয়তান অট্টহাসি দেবার সুযোগ পায়। এবং এমন একজন অভিভাবক সৃষ্টি করতে পারার আনন্দে নিজেই কিছুটা অবসরের সুযোগ নেয়।
Discussion about this post