ন্যাকামি একটি চরিত্রের নাম। দৃশ্যত কাউকে নাকি সুরে কথা বলতে দেখলে, ভান করা, আদিখ্যেতা করা, জেনেও না জানার ভান করা, তলে তলে সবই বুঝে কিন্তু না বুঝার মত করে প্রেমের অভিনয় করা এ সবই ন্যাকামি। ন্যাকামি পনা যখন Dishonesty
মূলত ন্যাকামি একটি মানসিক পর্যায়। নিজেকে অন্যের কাছে সুন্দর ভাবে উপস্থাপনের জন্য যুতসই উপায় না পেলে গুরুত্ব বাড়ানোর জন্যই মানুষ ন্যাকামির আশ্রয় নেয়।
‘ন্যাকা’ শব্দটি ফারসি ‘নেক’ থেকে এসেছে। যার অর্থ ভাল হবার ভান করা। নেক বা নেকি শব্দের অর্থ হল সওয়াব, পুণ্য, মঙ্গল, ভাল, উত্তম কর্ম ইত্যাদি। যে মানুষটি সর্বদা ভাল কাজ করেন, তাকেই ‘নেকি’ বলে।
আরো পড়তে পারেন…
- মানব জীবনে আবেগ ও তার প্রভাব
- প্রেমের উপন্যাস লিখার গাইডলাইন
- চলুন সূর্যের কাছাকাছি
আর খারাপ কাজকে ফার্সিতে বলে ‘বদি’। মানুষ নেকির গুরুত্ব বুঝে বলে কখনও ‘বদি’ কাজের গৌরব করেনা এমনকি বদি কাজের পক্ষে অভিনয়ও করেনা।
কিন্তু বহু মানুষ আছে যারা তলে তলে যেমনই হউক না কেন, বাহ্যিক ভাবে নেকি কাজের অভিনয় করে যেমন, আমি কত ভাল, আমি এটা খাই না, ওটা ছুঁই না, ওখানে যাই না, প্রেম কি জিনিষ তা আপনার কাছেই প্রথম শুনলাম। সাধারণ দৃষ্টিতে ভাল সাজার জন্য এমন অভিনয়কেই ‘ন্যাকামি’ বলে।
অনেকেই ভাবতে পারে ন্যাকামি মনে হয়, শুধুমাত্র কিশোর-কিশোরীরাই করে থাকে। মোটেও ঠিক নয়। এমন বয়সে ন্যাকামি করে শুধুমাত্র অন্যের দৃষ্টিতে পড়ার জন্য। কিশোরীরা এটা বরাবরই করে থাকে, সে কারণে সবাই বিষয়টিকে সহজভাবে নেয়।
কখনও ন্যাকামি জনপ্রতিনিধি ও ধর্মীয় ব্যক্তিদের চরিত্রে ঢুকে পড়ে। ন্যাকামি অস্ত্র দ্বারাই তারা নিজেদের ভাল দাবী করে কিন্তু তাদের আচরণে আসল সত্য প্রকাশিত হয়ে পড়ে।
কথায় আন্তরিকতার অভাব, ভণ্ডামিপূর্ণ নীতিবাক্য ব্যবহার, অসৎ যায়গায় বসে ধর্মকথা বলা, সততার মিথ্যা দাবী করা তাদের চরিত্রের অন্যতম দিক।
ওয়াজ মাহফিলে বসে, সিনেমার জনপ্রিয় গানের সুর নকল করে, নিজেকে বহুবিধ যোগ্যতার অধিকারী প্রমাণ করাও এক প্রকার ন্যাকামি। এটা দ্বারা বুঝাতে চায় যে, তিনি যদি সিনেমার লাইনে যেতেন, তাহলে সেখানেও বড় সফলতা দেখাতে পারতেন!
কিন্তু ধর্মের প্রতি অগাধ ভালবাসা তাকে মহা বুজুর্গ বানিয়ে দিয়েছে। এমন ভণ্ডামির আশ্রয় নেওয়ার কারণেই এটাও ন্যাকামি পনা। ন্যাকামি পনা যখন Dishonesty
সর্বোপরি ন্যাকামি-পনা হল, মানুষের সবচেয়ে বড় নৈতিক দুর্বলতার প্রতীক। দুর্বল অবস্থান থেকে সবল অবস্থানে পরিচিতি পেতে, ন্যাকামি-পনাই তাদের মোক্ষম অস্ত্র। এদের সংশ্রব কখনও বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হয়না।
Discussion about this post