মানুষের জীবনে আভিজাত্য ও ব্যক্তিত্বের সংঘাত-সংকট দুটোই প্রকট। এই দুটো চরিত্রের প্রভাবেই মানুষ সমাজ ও রাষ্ট্যে সবচেয়ে বেশী পরিচিত হয়ে উঠে। হাজারো মানুষের মধ্য থেকে এদেরকে সহজে আলাদা করা যায়। মানুষ তাদের প্রতি খুবই উৎসাহী হয়। Aristocracy আভিজাত্য কি
আরো পড়তে পারেন…
- ফেরাউনের ফ্যাশন ও নগীব মাহফুজ
- Broken Chair ভাঙ্গা বেদি ভাস্কর্য
- মসজিদ আল্লাহর ঘর ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি
কৌতূহলের ব্যাপার হল মানুষের জীবনে আভিজাত্য ও ব্যক্তিত্ব, এই দুটি চরিত্র দেখতে লবণ ও চিনির মত। বাহ্যিক-ভাবে দেখতে একই লাগলেও, এগুলোর গুনগত তফাৎ বেশ বড় যদিও কোনটার চেয়ে কোনটার মূল্য-গুরুত্ব কম নয়।
আভিজাত্য
আভিজাত্যকে ইংরেজিতে Aristocracy বলা হয়। যার দ্বারা উচ্চ বংশ, অভিজাত শ্রেণী, রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের মানুষ, সম্ভ্রান্ত নাগরিক ইত্যাদি অভিধানে বুঝানো হয়।
আভিজাত্যের উপমা হিসেবে সাধারণত ধনিক শ্রেণী মানুষেরা বেশী আলোচিত হয়। কেননা আত্মবিশ্বাস, আভিজাত্য, কর্মের দৃঢ়তা ও চ্যালেঞ্জ মোকাবেলার স্ফুরণগুলো ধনী ব্যক্তিদের চালচলনেই ফুটে উঠে। মানুষ তাদের প্রতি মনোনিবেশ করে।
এটা মানুষের এক প্রকার যোগ্যতা এবং তার সাথে অভিজ্ঞতারও সমন্বয় ঘটে। অভিজাত শ্রেণীর সাথে শিক্ষা ও মর্যাদা যোগ হলে তারা কিছুকাল আলোচিত থাকে বটে কিন্তু ব্যতিক্রমী অভিজাতদের জন্য তাদের সম্মানহানি ঘটে। এটাই শুধু ব্যক্তি-ক্রম দিক।
সমাজের কিছু মানুষ মনে করে; কোনভাবেই জিরো থেকে হিরো হতে পারার নামই সফলতা। এর পরে তারাও অভিজাত হবার জন্য। পুরানো অভিজাত শ্রেণীর পাশে ঘুরঘুর করে, তাদের পাশেই ঘর বানিয়ে, তাদের পাশে থাকার অভিনয় করে।
পুরানো অভিজাতেরা চায়না, তাদের শ্রেণিটি যেন বেশ বড় না হয়। তাই নতুনদের সহজে স্বাগতম জানায় না। তারপরও কেউ একজন যদি নিজ প্রচেষ্টায় তাদের সমাজে জায়গা করে নেয়, তাহলে পরবর্তী দিন থেকে সেও নতুন অভিজাত সৃষ্টির অন্তরায় হয়ে উঠে। Aristocracy আভিজাত্য কি
Discussion about this post